“আনন্দের মৃত্যু”
সমকালীন গল্প মোট গল্প সংখ্যা এগারোটি।আমাদের প্রত্যেকের জীবনের কিছু অবিচ্ছেদ্য অংশ থাকে যা হয়তো আমরা কখনো পর্যবেক্ষণ করি না।বা নিমিষেই শেষ হয়ে ঘটনাগুলো।ঘোর কেটে গেলে ঘটনাও ভুলে যাই।মনে রাখার প্রয়োজন বোধ করি না।আসলে না করাই স্বাভাবিক। তবুও কিছু অস্বাভাবিক থাকে।আমরা আমাদের জীবনে কত বিচিত্র রকমের কাহিনীর মাধ্যমে মজা বা আনন্দ উপভোগ করি।কিন্তু কখনো কি ভেবে দেখেছি, নিমিষেই যদি সেই উপভোগ্য কাহিনী বা ঘটনাটা পরিসমাপ্ত হওয়ার আগেই ফুরিয়ে যায় বা বাধা এবং সেই ঘটনার শেষ বা পুনরাবৃত্তি না ঘটে এবং আর কোনোদিন সেই সুযোগ আসবে না তাহলে কি হবে কেমন হবে সেই অনুভূতি?আবার আমাদের জীবনের অনেককিছুকেই বিসর্জন করতে হয় সেটাতেও আনন্দ থাকে। কিন্তু শুধুই কি আনন্দ?পরিসমাপ্ত কি শুধুই প্রশান্তির হয়?হয়তো কারো কারো হয় কিন্তু অনেকেরই হয় না।হতে পারে এই গ্রন্থের গল্পগুলো সেই কথাই মনে করিয়ে দিবে যা আপনার মনে আবেগের ঘন মেঘের ভেলা ভেসে আসবে।অথবা এনে দিতে পারে প্রশান্তির নিঃশ্বাস বা দিতে পারে শুধুই ঝল্পনা ।প্রথম গল্পের কোনো কূলকিনারা পাইনি আমি।বিরক্তই হয়েছিলাম বটে।প্রথম গল্পটা আমার পুরোপুরি বোধগম্য হয়নি।এই কারণে রেটিং ৫ এ ৫ দিতে পারছি না।আরও একটা আছে অবশ্য এইরকম।
Reviews
There are no reviews yet.