ইকবালনামা-ই জাহাঙ্গীরী
ইকবালনামা-ই জাহাঙ্গীরী একটি ঐতিহাসিক গ্রন্থ যা মুঘল সম্রাট জাহাঙ্গীর (১৫৬৯-১৬২৭) এর জীবন, শাসনকাল এবং তার রাজনৈতিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে রচিত। এই বইটি মূলত জাহাঙ্গীরের নিজস্ব লেখা রোজনামচা (দৈনিক ডায়েরি) এবং তার রাজত্বকালীন কিছু গুরুত্বপূর্ণ নথির সংকলন। ইকবালনামা শব্দের আক্ষরিক অর্থ হল "অভীষ্ট গ্রন্থ" বা "ভাগ্যবিধান", যেখানে জাহাঙ্গীর তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ চিন্তা, অভিজ্ঞতা, ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির ওপর তার মতামত প্রকাশ করেছেন।